খড়গপুর স্টেশনে বন্ধ চলমান সিঁড়ি,বিপাকে প্রবীণ যাত্রীরা


সোমবার,২০/০৮/২০১৮
478

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: খড়গপুর স্টেশনে বাগদার দিকের চলমান সিঁড়িটা প্রায় দেড় মাস ধরে অচল হয়ে রয়েছে। ফলে বহু মানুষকে ব্যাপক দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও রােগীর প্রচুর অসুবিধায় পড়তে হচ্ছে। আর এখন পর্যন্ত সিঁড়ি চালু না হওয়ায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ যাত্রী থেকে শুরু করে নিত্য যাত্রী ও বয়স্ক মানুষের তীব্র ক্ষোভ সৃষ্টি হচ্ছে। অভিযোগ উঠেছে

রেল কর্তৃপক্ষ এই অত্যন্ত প্রয়োজনীয় সিঁড়িটা চালুর কোনো উদ্যোগ নিচ্ছে না। অথচ প্রতিদিন এই চলমান সিঁড়ি ব্যবহার করে অন্তত পাঁচ থেকে ছয় হাজার যাত্রী । এখন এই চলমান সিঁড়ি বন্ধ থাকায় বঞ্চিত হচ্ছেন প্রচুর মানুষ।

এক দম্পতি চিকিৎসার জন্য ভেলরে যাচ্ছেন তিনি জানান, চলমান সিঁড়ি বিকল থাকায় অসুস্থ বয়স্ক দম্পতি বাধ্য হয়ে সিঁড়ি ভেঙে স্টেশনে ট্রেন ধরতে যেতে হচ্ছে। আর এক যাত্রী চলমান সিঁড়ি চালু না হওয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন।স্টেশন ম্যানেজার ডি আর এম কে জানান কন্টাক্টর যদি না আসে কি করা যাবে। আজ আসবো কাল আসবো করে আর আসেনা।এটি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কবে চালু হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট