উত্তর দিনাজপুর: ইঞ্জিনিয়ার পদে চাকরী পাওয়ার পরেই দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি সহবাস করা প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার। নাছোরবান্দা প্রেমিকা বিয়ের দাবী নিয়ে প্রেমিকের বাড়ি যেতেই প্রেমিকাকে মারধোর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্নজোড়ার মেহেন্দীগ্রাম এলাকায়। ন্যায় বিচারের দাবীতে জেলা সদরের কর্নজোড়া পুলিশ ফাড়িতে অভিযোগ দায়ের।
জানা গেছে কর্নজোড়ার মেহেন্দিগ্রামের বাসিন্দা একান্ত দেবশর্মা ইঞ্জিনিয়ারিং পড়ার সময় স্থানীয় এক যুবতীর সাথে ফেসবুকে পরিচয় ও করে প্রেমের সম্পর্ক শুরু করে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার নিজের প্রেমিকার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে একান্ত দেবশর্মা নামে ওই যুবক। পুলিশ তদন্তে নামলেই খোলা বাড়ি ফেলে স্বপরিবারে গাঢাকা দিল কলকাতায় ইঞ্জিনিয়ার পদে চাকুরীরত প্রেমিক একান্ত দেবশর্মা। একান্ত দেবশর্মার আত্মীয়রা সব অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ