পশ্চিম মেদিনীপুর: ” তুমি করলে রক্তদান, বাবা-মা ফিরে পায় সন্তানের প্রাণ” এই মূল মন্ত্রকে হাতিয়ার করে রক্তের চাহিদা মেটাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে আয়োজিত হলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রেসক্লাবের তৃতীয় বার্ষিকী রক্তদান কর্মসূচি। সাংবাদিকরা শুধু সমাজের জন্য সংবাদ প্রকাশ করে তা নয় , একজন সামাজিক জীব হিসেবে বিভিন্ন গঠনমূলক কাজে সারা বছর নিজেদেরকে জড়িয়ে রাখে। কখনো বন্যায় পীড়িত ক্ষুধার্ত মানুষের মুখে একমুঠো অন্ন তুলে দেওয়া, কিংবা চিকিৎসার জন্য দুঃস্থ শিল্পীকে আর্থিক সহায়তা প্রদান করা। সারাবছরই কোনো না কোনোভাবে সভাপতি সৌমেশ্বর মন্ডল, সম্পাদক সুজয় খাঁড়ার নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর জেলা প্রেসক্লাবের সদস্যরা নিজেদেরকে জড়িয়ে রাখে নিজেদের পেশায় সময় দিয়েও। আজকে অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি বাইরের মানুষ জন ও রক্তদান করেন। মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ৩০ জন রক্ত দেন।
আজকের এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার পঞ্চানন কুন্ডু, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা, এস পি অলক রাজোরিয়া ,জেলাশাসক পি মোহন গান্ধী, সমাজসেবী বিশ্বনাথ পান্ডব সহ অন্যান্য বিশিষ্ট জন ।
এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ