“সাথে আছি পাশে আছি কেরালা” অমিতাভ বচ্চন ও শাহরুখ খান


সোমবার,২০/০৮/২০১৮
600

বাংলা এক্সপ্রেস---

প্রকৃতির রোষানলে বিদ্ধস্ত কেরালা। বন্যায় প্লাবিত হাজার জীবন। প্রকৃতির খামখেয়ালি পনায় বিপন্ন শত শত প্রান। সোশ্যাল মিডিয়া জুড়ে অনেকে তার নিজস্ব টাইমলাইন জূরে পোস্ট করেছে কেরালার বন্যার কিছু স্থির চিত্র। অসহায়তা মোরা প্রকৃতির ভয়ানক রুপ এর আগে কেউ দেখেনি। কেরলের পাশে দাঁড়াল বলিউড। বিপর্যস্ত মানুষ দের অনুদান দিলেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।এছাড়া বন্যা বিপর্যস্ত দের পাশে থাকার আর্জি জানিয়েছেন তারা!! শুধু তাই নয় কেরালায় প্লাবিত অসহায় সাধারন মানুষ দের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিগ বি!! তিনি জানান যে সবাই নিজের সাধ্যমতো পাশে দাঁড়ান!! এই কয়েকদিন কেরালার পরিস্থিতি ভয়ানক রুপ নিয়েছে। বলিউড থেকে টলিউড এছাড়া বিদ্বজনেরা এই মানুষ গুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন!! শেষ পাওয়া খবর অনুযায়ী কেরলে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। আটকে থাকা মানুষ দের উদ্ধার করছে সেনাবাহিনী।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট