হাতির হানায় ভাঙলো একাধিক বাড়ি


রবিবার,১৯/০৮/২০১৮
534

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: গুড়গুড়িপাল থানার ভাদুলিয়া গ্রামের ঘটনা ৷ গত প্রায় তিনদিন ধরে ৬০-৭০টি হাতি সেখানের জঙ্গলে এসে উত্পাত চালাচ্ছে বলে জানা গেছে ৷ শুধু তাই নয় গতকাল রাত্রে হাতিগুলি জঙ্গল ছেড়ে ঢুকে পড়ে ভাদুলিয়া গ্রামের ভেতর ৷ একাধিক বাড়িতে হামলা চালায় হাতির পালটি৷ ফলে ভাঙচুর হয় বেশ কিছু বাড়ির দেওয়াল ৷ তাছাড়াও গ্রামবাসীদের অভিযোগ যে হাতিগুলি তাদের জমির ফসল খেয়ে নিয়েছে এবং নষ্ট করে দিয়েছে৷ জমির পরিমাণও বেশ ভালোই ৷  প্রায় ৩০ বিঘা জমির ফসল নষ্ট করার অভিযোগ হাতির বিরুদ্ধে ৷ গ্রামবাসীদের আরো অভিযোগ যে বনদপ্তরকে জানানো হলেও তারা হাতি তাড়ানোর কোনো পদক্ষেপই নেননি ৷  উলটে গ্রামবাসীদের হুলো দিয়ে গেছে যাতে করে হাতি এলে আগুন জ্বালিয়ে তাড়ানো যায় ৷ গত দুবছরধরে হাতি অনেক ক্ষতি করেছে স্থানীয়দের ৷ ফসলের পাশাপাশি একাধিক ঘরবাড়িও আগে ভাঙচুর হয়েছিল ৷ বনদপ্তর থেকে শুধুই ক্ষতিপুরণের প্রতিশ্রুতি মিলেছে ৷ আবার এবারও ছবি তুলে নিয়ে গেছে বনদপ্তর ৷ ক্ষতিপুরণ কি আদেও পাবেন ক্ষতিগ্রস্থরা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন গ্রামবাসীরা ৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট