বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের রেকর্ড করতে গিয়ে বিরাট ফ্যাসাদে পড়েছে তৃণমূল


রবিবার,১৯/০৮/২০১৮
656

আক্তরুল খাঁন---

হাওড়া: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের রেকর্ড করতে গিয়ে বিরাট ফ্যাসাদে পড়েছে তৃণমূল। কারন ওই সব প্রার্থীদের ভাগ‍্য এখন সুপ্রিম কোর্টের হাতে। জোর করে জয়ী হয়েছেন বলে যে অভিযোগ ,তার মামলা চলছে সুপ্রিম কোর্টে। তার রায় এখনও দেয়নি সুপ্রিম কোর্ট। কোর্ট শুধু ডেট দিয়ে চলেছে। ইতি মধ্যে অধিকাংশ পঞ্চায়েতদের মেয়াদ শেষ হয়ে গেছে। যে কারনে নতুন বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দফতর। কিন্তু নির্দেশ দিলে কি হবে? বোর্ড গঠনের মতো তো সদস্য সংখ্যা নেই অঞ্চল গুলিতে। ফলে সব ঝুলে রয়েছে।

সূত্রে খবর হাওড়া জেলার আমতা-১ নং ব্লকের মধ্যে ৫ টি পঞ্চায়েত নতুন বোর্ড গঠন করতে পারবে। সেগুলি হল আমতা অঞ্চল,উদং-১ অঞ্চল,সিরাজবাটি অঞ্চল,রসপুর অঞ্চল ও খড়দহ অঞ্চল। বাকি পঞ্চায়েত গুলি বোর্ড গঠন করা সম্ভব নয়। কারন সেখানে অধিকাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। গত ৬ আগষ্ট সুপ্রিম কোর্টের রায় দেবার কথা ছিল। কিন্তু হয় নি। মাঝখানে আরো দুটি দিন শুনানির জন্য দিন ঠিক হয় তাতেও হয় নি।আবার আগামী ২০ আগষ্ট আদালত শুনানির দিয়েছে।এদিকে বাকি পঞ্চায়েত গুলিতো আর এভাবে চলতে পারেনা।নিয়ম রয়েছে ওই সব পঞ্চায়েত গুলিতে প্রশাসক বসবে। অর্থাৎ সরকারি অফিসাররা। তারা তাদের মতো করে পঞ্চায়েত চালাবেন। নেতাদের কোনো ভূমিকা থাকবে না।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট