নতুন করে বেলদা স্টেশনের প্লাটফর্মে শীতল পানীয় জলের শুভ উদ্বোধন হলো রবিবার। বেলদা ব্যবসায়ী সমিতির প্রাক্তন সভাপতি দ্বারকাপ্রসাদ খান্ডেলওয়াল এর ঐকান্তিক প্রচেষ্টায় এবং একক আর্থিক সহায়তা ও বেলদা রেলওয়ে স্টেশনের সাহায্যার্থে বেলদার ১ নম্বর প্লাটফর্মে শুভ উদ্বোধন হলো পানীয় জল সেন্টারের।এই দিন নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করেন দ্বারকা বাবু। বেলদা প্লাটফর্মে বিভিন্ন ধরনের কাজের এক অঙ্গ হিসেবে এই দিনের এই পানীয় জলের সেন্টারের উদ্বোধন এবং চলতি মাসের মধ্যে এই পানীয় জল সেন্টারের চালু হবে বলে জানিয়েছেন দ্বারকা প্রসাদ খান্ডেলওয়াল। বেলদা স্টেশনের স্টেশন ম্যানেজার জানিয়েছেন-“দ্বারকা বাবুর একক সহায়তা এবং বেলদা ব্যবসায়ী সমিতির যৌথ সহায়তায় এই দিনের পানীয় জল উদ্বোধনে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে।আমরা সকলেই উনার কাজে খুশি।”
বেলদা স্টেশনের প্লাটফর্মে শীতল পানীয় জলের উদ্বোধন
রবিবার,১৯/০৮/২০১৮
615
বাংলা এক্সপ্রেস---