গোটা বাড়িটিই ইষ্টবেঙ্গলের ধাচে রাঙিয়ে তুলেছেন ডানকুনি পূর্বাশার বাসিন্দা তন্ময় ভৌমিক


রবিবার,১৯/০৮/২০১৮
1010

সুমন করাতি---

ডানকুনি: বাঙালী মানেই ফুটবল, আর বাংলার ফুটবল মানেই ইষ্টবেঙ্গল-মোহনবাগান। চলছে কোলকাতা লিগ সামনেই রয়েছে ডার্বি। আর তার আগে নিজের গোটা বাড়িটিই ইষ্টবেঙ্গলের ধাচে রাঙিয়ে তুলেছেন ডানকুনি পূর্বাশার বাসিন্দা তন্ময় ভৌমিক। আজ যার দ্বারোদঘাটন হলো। বিগত ৮মাস ধরে এই একতলা এই বাড়ি হয়েছে। যেই বাড়ির বাইরের অংশ সম্পূর্ণ লাল-হলুদ। মাঝখানে রয়েছে প্রিয় ক্লাবের লোগো। বাড়ির নামকরন করা হয়েছে ইষ্টবেঙ্গল ভিলা। তন্ময়বাবুর হৃদয় জুড়ে শুধুই ইষ্টবেঙ্গল। তিনি বলেন ছোটবেলা থেকেই ভেবেছি যদি কোনদিন বাড়ি করতে পারি তাহলে ইষ্টবেঙ্গল ক্লাবের ধাচেই করব।

https://youtu.be/kIiQ2FXET1A

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট