আবার রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ


রবিবার,১৯/০৮/২০১৮
1136

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: আয়ের সাথে সঙ্গতি বিহীন সম্পত্তি থাকার জন্য ভারতী ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করল CID। এই অভিযোগ দায়ের হয় মেদিনীপুর শহরের কোতোয়ালি থানায়। অভিযোগে ভারতী ঘোষ ছাড়াও রয়েছে তার তৎকালীন দেহরক্ষী সুজিতের নাম এবং তার বাড়ির কেয়ারটেকার রাজ মঙ্গল এর নাম। ২০১২ সালে তৎকালীন যে সম্পত্তির হিসাব তিনি দিয়েছিলেন সরকারকে পরবর্তী ক্ষেত্রে ২০১৮ তে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২০ শতাংশ বেশি।

ভারতী ঘোষ চাকরি ছেড়ে দেয়ার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে CID যে তদন্ত শুরু করেছিল সেই তদন্ত করতে গিয়ে CID জানতে পারে বর্তমানে তার সম্পত্তি তৎকালীন সম্পত্তির থেকে প্রায়৩২০ শতাংশ বেশি। আর তার পরই এই অভিযোগ। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে সিআইডি। অভিযোগের পর পরই আজ তৎকালীন SP ভারতী ঘোষ অডিও বার্তায় জানিয়েছেন তার বিরুদ্ধে বিভিন্ন রকম ভাবে ফলস কেস সাজাচ্ছে। তার কথায় CID বর্তমান শাসক দলের হয়ে এরকম কাজ করে চলেছে। তার দাবি তিনি নিজে যাবেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট তার সমস্ত সম্পত্তির হিসেব এর তদন্ত করার আবেদন জানিয়ে। বর্তমান শাসক দল CID কে লাগিয়ে দিয়েছে তার পিছনে যাতে তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিতে না পারেন তার জন্য এরকম কাজ করে চলেছে সিআইডি বলে দাবি করেন ভারতী ঘোষ ।

https://youtu.be/hQ5FXnVronw

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট