রবিবার জমজমাট


রবিবার,১৯/০৮/২০১৮
662

বাংলা এক্সপ্রেস---

আজ রবিবার।রবীবাসরীয়তে আজ নানান গল্প প্রকাশিত বিভিন্ন সংবাদ পত্রের পাতায়। বাঙালির প্রিয় রবিবার নিয়ে রয়েছে নানান গল্প। নানান স্বাদের বর্নময় গল্প আজো উকি দেয় দুপুরবেলায়। ভোজন রসিক বাঙালির কাছে সাধের রবিবার মানে জমিয়ে খাওয়া দাওয়া আর হরেক রকম রেসিপি।আর ক্লান্ত দুপুরবেলা ফেলুদা বা বোমকেশ এর গল্পে ডুব দেওয়া। বাজার আগুন ছোঁয়া তাতে কি? এই রবিবাসরীয় কে কিছুতেই হারাতে চায় না বাঙালি। শুধু তাই নয় সকাল সকাল বাজারে গিয়ে সুস্বাদ মাছ কিনতে দেখা যায় এই দিন।রবিবার মানে সিনেমাহল ও সাথে নন্দন চত্বর বা সি সি ২। ব্যাস্ততার ভিড়ে হারিয়ে যাওয়া দিনের ভিরে ফিরে পাওয়া রবিবার!!

রবিবার এর সন্ধ্যাজুরে থাকে নানান স্ম্রিতি। একবিংশ শতাব্দী দোরগোড়ায় দাঁড়িয়ে বাঙালি আজও আনন্দ খুঁজে পায় সপ্তাহের এই দিনটায়।শুধু তাই নয় নানান কবি ও লেখক দের নানান গল্পে রবিবার কে নিয়ে নানা গল্প উপস্থাপিত হয়েছে।মাছে ভাতে বাঙালীর প্রান জুরে আগাম উৎসব বয়ে আনে সপ্তাহের এই দিনটি।রবিবার সর্বদা জমজমাট। শহর তিলোত্তমা নানান দৃষ্টিনন্দন শোভা চিত্র ফুটে ওঠে এই দিন কে ঘিরে।আপামর বাঙালির সাধের রবিবার।।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট