ফের চিকিৎসায় গাফলতিয় রোগির মৃত্যু


শনিবার,১৮/০৮/২০১৮
575

আক্তারুল খাঁন---

হাওড়া: চিকিৎসায় গাফলতিয় ফের এক রোগির মৃত্যুর অভিযোগে উঠল হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। মৃতের নাম দুলালি কর, বয়স ৫০। হাসপাতালে বিক্ষোভ দেখায় রুগির পরিজনরা। ঘটনাস্থলে স্হানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রুগির আত্মীয় সূত্রে খবর দুলালি কর উলুবেড়িয়ার বাসিন্দা ছিলেন। শুক্রবার রাতে দুলালি অসুস্থ হয়ে পড়েন। তাকে রাতেই উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়।দুলালি করের স্বামী লালু কর ওই হাসপাতালেরই অস্থায়ী কর্মী।মৃতার স্বামী জানান গভীর রাতে দুলালির শরীরের অবস্থা অবনতি হলে। চিকিৎসক মৃণাল কান্তি বৈদ‍্যকে খবর দেন অভিযোগ তিনি আবাসনে ছিলেনখবর দেওয়া হলেও আসেনি। কাগজের ওসুধের নাম লিখেদেন।পরে দুলালির মৃত্যু হয়।এই ঘটনার পর অভিযুক্ত চিকিৎসক জানান “আমি নিয়ম মেনেই আবাসনে ছিলাম ।সঠিক ভাবে আমার কাছে কলবুক আসেনি তাই আমি হাসপাতালে যায়নি।তবে পুরো ঘটনার জন্য আমি ক্ষমা চাইছি।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট