কুরবানির ছবি স্যোসাল মিডিয়ায় পোস্ট না করার আবেদন


শনিবার,১৮/০৮/২০১৮
680

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: কুরবানির ছবি কোনভাবেই যেন কেউ সোস্যাল মিডিয়ায় পোস্ট না করেন। এধরনের পোস্ট কেউই পছন্দ করেন না। শনিবার সাংবাদিক সম্মেলন করে এমনই বার্তা দিলেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যন ইদ্রিশ আলি।আর কলকাতার নাখোদা মসজিদের ইমাম বললেন, এমন ভাবে কুরবানি পালন করুন যাতে অন্য ধর্মের মানুষ অাঘাত না পান।

আগামী ২২ আগষ্ট ঈদ-উল- আযহা। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে যা কুরবানি বলেই পরিচিত। এই উৎসব ঘিরে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বার্তা দিলেন মাইনোরিটি ফোরামের সদস্যরা।শনিবার কলকাতা প্রেস ক্লাবে অায়োজিত সাংবাদিক সম্মেলনে নাখোদা মসজিদের ইমাম বলেন, এমন ভাবে কুরবানি পালন করতে হবে যেন কোন ভাবে অন্য ধর্মের মানুষ আঘাত না পান। বাংলার চিরকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার আহ্বার জানান তিনি।

এদিনের সাংবাদিক সম্মেলনে অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান ইদ্রিশ আলি বলেন, কুরবানির ছবি যেন কেউ ফেসবুক বা অন্য কোন স্যোসাল মিডিয়ায় পোস্ট না করেন। এধরনের পোস্ট কেউ- ই পছন্দ করেন না।উল্টে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিনের সাংবাদিক সম্মেলনে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত ছিলেন। তাঁর মধ্যে উল্লেখযোগ্য স্বামী উত্তমানন্দ, শ্রী গোপাল মহারাজ, ডঃ অরুণজ্যোতি ভিক্ষু প্রমুখ। কলকাতা পুরসভার কাউন্সিলন তথা অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের সদস্য মহম্মদ জসিমুদ্দিনও এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট