বাজপেয়ী আত্মার শান্তি কামনায় গঙ্গার ঘাটে রাজ্যের বিজেপি নেতারা


শুক্রবার,১৭/০৮/২০১৮
682

বাংলা এক্সপ্রেস---

দিল্লিতে যখন অটলবিহারী বাজপেয়ীর অন্ত্যেষ্টিক্রিয়া প্রক্রিয়া শুরু হয় ঠিক তখনই কলকাতায় তাঁর আত্মার শান্তি কামনায় কর্মসূচী পালন করল রাজ্যের বিজেপি নেতারা। কোথাও শোক মিছিল আবার কোথাও ব্রাহ্মণ সহকারে মন্ত্রোচ্চারণ করে আত্মার শান্তি কামনা। এদিন উত্কর কলকাতায় বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরহিতের উদ্যোগে গঙ্গার ঘাটে অটলবাহারী বাজপেয়ীর আত্মার শান্তিতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিধাননগর ও টালাতে শোক মিছিল হয়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়িকে শ্রদ্ধাজ্ঞাপন জানাতে বিধাননগর বিজেপির দক্ষিণ মন্ডল এক মৌন মিছিল করল। সল্টলেক করুনাময়ী থেকে মৌন মিছিলে হাঁটেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সহ বিধাননগর বিজেপির কর্মী সমর্থকরা। মৌন মিছিল করুনাময়ী থেকে 206 বাস স্ট্যান্ডে শেষ হয়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করে এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন বিজেপি কর্মীদের।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট