মৃত্যুকে তিনি কোনদিন ভয় পাননি অটল বিহারী বাজপেয়ী


শুক্রবার,১৭/০৮/২০১৮
454

বাংলা এক্সপ্রেস---

ভারতের রাজনীতিতে নক্ষত্রপতন।ভারতের রাজনীতিতে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয়। অটল বিহারী বাজপেয়ী প্রয়ানে শোকাহত গোটা দেশ।রাজনৈতিক মহলে বিকালের পর থেকে একের পর এক শোকবার্তা ভেসে আসে।টুইটার, জুড়ে আসে মহান রাজনৈতিক ব্যাক্তিত্বের প্রয়ানে শোকবার্তা।বার্ধক্যজনিত কারনে প্রয়াত হয়েছেন বলে সুত্রের খবর!!কিন্তু মৃত্যু কে তিনি কোনদিন ভয় পাননি।১৯৯৬ সালে আস্থা ভোটের সময় এই কথাই তিনি সদর্পে বলেছিলেন।তিনি আরো বলেন মরতে আমি ভয় পাই না।এমন ব্যাক্তিত্ব ভারতের রাজনীতিতে বিরল।তিনি ভারতের রাজনীতির একজন অগ্রদূত। সব মহলে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয়। এদিন রাহুল গান্ধী জানান “ভারত আজ তার এক মহান সন্তানকে হারাল”!! এছাড়া বাজপেয়ী প্রয়ানে সাতদিন এর রাষ্ট্রীয় শোক ঘোষনা করল কেন্দ্র।এই মহান রাজনীতিবিদ এর প্রয়ানে শোকাচ্ছন্ন রাজনৈতিক মহল!!

এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট