সারাজীবন দেশভক্ত নেতা হিসাবে কাজ করেছেন।বাজপেয়ী জীবনাবসান সম্পকে এইভাবে বেদনা প্রকাশ করলেন অমিত শাহ।দীর্ঘ ৬ দশক ধরে ভারতীয় রাজনীতির স্থপতি ছিলেন তিনি।অসাধারণ বক্তব্য এর জন্য তিনি জনপ্রিয় হয়েছিলেন।তার প্রয়ানে শোক প্রকাশ করেছেন প্রণব মুখোপাধ্যায়!! আগামীকাল সকাল ৯ টায় তার দেহ বিজেপির সদর দফতরে নিয়ে যাওয়া হবে!!দুপুর ১টায় শেষ যাত্রা শুরু হবে!!তিনি ছিলেন একাধারে কবি ও গনতন্ত্রের একজন অতন্ত্র প্রহরী!! রাজধর্ম পালন করাই ছিল তার মুলমন্ত্র!!১৯৬৮ সালে জনসংঘের সভাপতি হন বাজপেয়ী! তার প্রয়ানে শোকস্তব্ধ ভারতের ক্রিকেট মহল।।ভারত এক মহান ব্যাক্তিত্বকে হারাল!!দেশের জন্য তার অবদান অতুলনীয়!!
এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ