ফেসবুকে জনমত নিয়ে “অধিকার যাত্রা” বাম সংগঠনের


বৃহস্পতিবার,১৬/০৮/২০১৮
649

বাংলা এক্সপ্রেস---

শ্রমিক, কৃষক ও শ্রমজীবী মানুষের আট দফা দাবিকে সামনে রেখে প্রচারে নামছে বাম গনসংগঠন সমূহের যুক্ত মঞ্চ বিপিএমও। কেন্দ্রীয় সংগঠন সমূহের যুক্ত মঞ্চ জেজা কে সঙ্গে নিয়ে রাজ্যের প্রতিটি বুথে পৌঁছনের কর্মসূচী গ্রহন করেছে তারা।বৃহস্পতিবার শ্রমিক ভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষনা করেন বিপিএমও – র আহ্বায়ক তথা বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী।তিনি জানান, রাজ্যের ৭৮ হাজার বুথেই আমরা যাব।এই কর্মসূচীর নাম দেওয়া হয়েছে অধিকার যাত্রা।আগামী ১০ সেপ্টেম্বর সূচনা হতে চলেছে কোচবিহার থেকে উত্তর দিনাজপুর পর্যন্ত পদযাত্রা। উত্তর বঙ্গ ও দক্ষিণ বঙ্গের সব জেলাকে নিয়ে এরকম বেশ কয়েকটি পদযাত্রা সংগঠিত হবে বলে জানান শ্যামলবাবু।মোট ৫০ হাজার কিমি রাস্তা অতিক্রম করা হবে বলে ঘোষনা করেন তিনি।

টানা ২৪ দিন ধরে চলবে এই কর্মসূচী।কি নামকরন হবে পদযাত্রার তা ঠিক করতে সোস্যাল মিডিয়ায় জনমত যাচাই করে বামেরা।সাধারনের কাছে নাম চাওয়া হয়।ফেসবুকে যারা মতামতে অংশ নেন তাদের সংখ্যাধিক্য “অধিকার যাত্রা” নাম প্রস্তাব করেন।সেই মতামত নিয়ে কর্মসূচীর নাম অধিকার যাত্রা রাখা হয়েছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানান শ্যামল চক্রবর্তী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট