লরির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর


বৃহস্পতিবার,১৬/০৮/২০১৮
496

বাংলা এক্সপ্রেস---

জলঙ্গীঃ লরির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০ টার সময় জলঙ্গীর ফকিরাবাদ এলাকায়। সূত্রের খবর সিতানগর হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সোহিলা সাইকেলে চেপে স্কুল যাবার পথে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রীর নাম সোহিলা খাতুন (১৩)।একটি লরি তীব্র গতিতে জলঙ্গীভাদুরিয়াপাড়া থেকে ধনীরামপুর যাচ্ছিল আর বিপরীত দিক থেকে ওই ছাত্রী সাইকেলে চেপে স্কুলে আসছিলো 

লরিটি ওভারটেক করতে গেলেই লরির ধাক্কায় ওই ছাত্রী সাইকেল নিয়ে রাস্তায় পড়ে যায়। লরির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ঐ ছাত্রী। লরিটিকে স্থানীয়রা আটক করলেও লরির চালক পলাতক বলে জানা গিয়েছে। পুলিস মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

https://youtu.be/T0VnHxvIQdc

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট