আজ ১৬ অগাস্ট ছিল জিও ফোন-২-এর প্রথম ফ্ল্যাশ সেল বুকিং । আগামী ৩০ শে অগাস্ট শুরু হবে জিও ফোন-২-এর দ্বিতীয় ফ্ল্যাশ সেল বুকিং। দুপুর ১২টা থেকে অনলাইনে শুরু ফ্ল্যাশ সেল । জিও ফোন-২-এর বুকিং করা যাবে MyJio অ্যাপ থেকে ও Jio.com এ । নতুন এই জিও ফোনে থাকছে হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং ফেসবুক অ্যাপের সাপোর্ট । হ্যান্ডসেটটি Qwerty কিবোর্ডযুক্ত এবং ডিসপ্লে ২.৪ ইঞ্জি। KAI অপারেটিং সিস্টেমের সঙ্গে ৫১২ এমবি RAM এবং ৪জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে ফোনটির । রেয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা VGA । ফোনটি ৪জি ফিচার-যুক্ত এবং দাম মাত্র ২৯৯৯ টাকা ।
আগামী ৩০ শে অগাস্ট শুরু হবে জিও ফোন-২-এর দ্বিতীয় ফ্ল্যাশ সেল বুকিং
বৃহস্পতিবার,১৬/০৮/২০১৮
4476
রাজু আলম---