স্বাধীনতা দিবসে স্কুলে উঠলো উল্টো জাতীয় পতাকা


বৃহস্পতিবার,১৬/০৮/২০১৮
794

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম:- নাচা-গানের মধ্যে রাজ্যজুড়ে ঢাকঢোল পিটিয়ে চলেছে স্বাধীনতা উদযাপন৷ কতো আয়োজন৷ এত আয়োজনের মধ্যে একটুআধটু ভুলভ্রান্তি না হলেই নয়৷ সব দিক কী আর সামলানো যায়৷ ফলে, জাতীয় পতাকা উল্টে গেলে ক্ষতি কী? এতো প্রতিবছরের ঘটনা৷

সত্যিই! আজও জাতীয় পতাকার মর্যাদা দিতে শিখলেন না সরকারি দফতরের বাবুবা৷ ৭২তম স্বাধীনতা দিবসের দিনেও চূড়ান্ত উদাসীনতার নজির গড়তে দেখা গেলে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে৷ বুধবার সকালে চাঁদাবিলা ২ নং গ্রাম পঞ্চায়েতের নাডদা প্রথমিক বিদ্যালয়ে উলটো ভাবে টাঙানো অবস্থায় জাতীয় পতাকাকে দেখতে পান স্থানীয়রা। এরপর, সারা রাত্রি পার হয়ে গেলেও স্কুলের পতাকা নামেনি এতে ক্ষুব্ধ গ্রামবাসীরা পরের দিন স্কুলে ঢুকতে বাঁধা দেয় শিক্ষকদের এবং প্রধান শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি জানায়৷

https://youtu.be/a_fcfLxdfIQ

বাংলা এক্সপ্রেস মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট