রাজারহাট ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় পালিত হল কণ্যাশ্রী দিবস


বৃহস্পতিবার,১৬/০৮/২০১৮
830

সত্যজিৎ মন্ডল---

রাজারহাট: ১৪ ই আগস্ট রাজারহাট ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় পালিত হল কণ্যাশ্রী দিবস। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর মহাশয় ও রাজারহাট সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ দত্ত মহাশয়। অনুষ্ঠানের প্রারম্ভে সকল অতিথি দের কে বরণ করে নেওয়া হয় পুষ্পস্তবক ও উত্তরিও দিয়ে। এদিন কণ্যাশ্রী দিবস উদযাপনে আগত রাজারহাট এলাকার প্রায় দশটি স্কুল নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেদিনটি আনন্দ মুখোরিত করে তোলে।

https://youtu.be/Bl1s1s1zqFE

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট