পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে লায়ন্স ক্লাবের ক্লক টাওয়ারের উদ্বোধনে দেব


বুধবার,১৫/০৮/২০১৮
585

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে লায়ন্স ক্লাবের ক্লক টাওয়ারের উদ্বোধন করতে এসে সাংসদ দেব জানালেন, অামি একজন ভারতীয় নাগরিক। অামাদের দেশে যা চলছে তা কিন্তু ভয়ঙ্কর। ধর্ম ও রাজনীতির নামে যা চলছে তা কিন্তু ভবিষ্যতে খুব খারাপ। প্রশ্ন তোলেন এই কি অামরা স্বাধীনতা চেয়েছিলাম। স্বাধীনতার যারা প্রান দিয়েছিল দেশের জন্য শহীদ হয়েছিলেন যারা তাদের সম্মান জানায়।

এই দিনটাতে অাপনাদের কাছে অাসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। বাইরের দেশে অনেক ঘুরেছি কিন্তু ভারতবর্ষে সংস্কৃতি, ঐতিহ্যের মেল বন্ধন কোথাও পাওয়া যাবে না। বাসস্ট্যান্ড সংলগ্ন ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে একটি অনুষ্ঠানের আয়োজন করে ঘাটাল লায়ন্স ক্লাব। উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র,ঘাটাল বিধায়ক শঙ্কর দোলই,শিক্ষা কর্মাধক্ষ্য শ্যাম পাত্র ও প্রমুখ। প্রা ১৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরী এই টাওয়ার। সময়ের সাথে সাথে ঘাটালের মানুষ যাতে চলতে পারে তাই এই উদ্যোগ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট