পোলেরহাট ইউনাইটেড পাবলিক স্কুলে উদযাপিত হল স্বাধীনতা দিবস


বুধবার,১৫/০৮/২০১৮
1265

শুভ বিশ্বাস---

সকাল থেকে আজ স্কুলের চেহারাটা ছিল অন্য রকম।ক্ষুদে পড়ুয়ারা দলবেঁধে আসে আজ বিদ্যালয়ে।তাদের আজ খুশির বাধ ভেঙেছে। যারা আজ স্বাধীন, স্বাধীনতার অর্থ কি? স্বাধীনতার বার্তাবহন করে আজকের এই শুভ দিন।সকাল থেকে স্কুল চত্বরে ভীড় জমিয়েছিল অনেক ক্ষুদে পড়ুয়ারা। হাতে ভারতের স্বাধীনতার পতাকা, ও নানান সাজে সেজে উপস্থিত ছিল ক্ষুদে পড়ুয়ারা। এদিন স্কুলের শিক্ষিকারা মহান দেশপ্রেমিক দের অবদানের কথা ছাত্রছাত্রী দের জানায়।প্রধান শিক্ষিকা জানায় আজকের দিনের গুরুত্ব।জাতীয় সংগীত এর সুরে পালিত হয় ৭২ তম স্বাধীনতা দিবস!! এদিন স্কুলের ছাত্রছাত্রী দের লাড্ডু দেওয়া হয়।আহ্লাদে আটখানা ক্ষুদে পড়ুয়ারা।যারা দেশের ভবিষ্যৎ। এইভাবে বেচে থাক স্বাধীনতা দিবস প্রতিটা ভারতবাসী হৃদয়ে!!

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ  

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট