আজকের দিনটা অন্য সকল দিনের থেকে একদম আলাদাভাবে আসে প্রতিটা ভারতবাসীর কাছে। সকালে বিভিন্ন স্কুল ও কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিস্টান গুলিতে স্বাধীনতা দিবস পালন করা হয়। তবে যাদের আন্তত্যাগ এর মাধ্যামে আজকের এই দিন এসেছিল তাদেরকে নতুন প্রজন্ম কতটা মনে রেখেছে তা ভাববার বিষয়। ভারতবর্ষ এর স্বাধীনতা আন্দোলন এর সাথে জড়িয়ে ছিলেন বাংলা তথা ভারতে নানান বিপ্লবী ও সাধারন মানুষ।
যাদের আন্তবলিদানের মাধ্যমে আজ এই দিন।রবীন্দ্রনাথ হিন্দু ও মুসলিম দের ঐক্য গড়ে তুলতে রাখীবন্ধন উৎসব পালন করেছিলেন। লর্ড কার্জন যখন বাংলা ভাগ করার কথা বলেছিলেন তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ রুখে দাঁড়িয়েছিলেন। রচনা করেছিলেন অজস্র রবীন্দ্র সংগীত। জাগিয়ে তুলেছিলেন তরুন হৃদয়ে দেশান্তবোধ। বিশ্বের দরবারে তুলে ধরে ছিলেন ভারতীয় সংস্কতি। বাঙালি তথা উচ্চশ্রেণী বুদ্ধিজীবী তাকেও সমর্থন করেছিলেন।বিপ্লবী ক্ষুদিরাম এর বুকে যে বিপ্লবের আগুন দাঊ দাউ করে জ্বলছিল তার বহিঃপ্রকাশ ঘটে অচিরেই!! শুরু হয় মুক্তিযুদ্ধ, হারিয়ে যায় শত শত তরুন তাজা প্রান।যাদের আন্তবলিদান আজ এই দিন। ১৫ ই আগস্ট আজ গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস।
এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ