কন্যাশ্রী দিবসে ঐতিহাসিক বার্তাবহন করল এই কর্মসূচী


মঙ্গলবার,১৪/০৮/২০১৮
733

বাংলা এক্সপ্রেস---

বাংলাজুড়ে কন্যাশ্রী প্রকল্পের জয়জয়কার। আজ বাংলার কন্যাশ্রী বিদেশের মাটিতে আলোচিত। এই প্রকল্প ভারতকে বিশ্বের দরবারে গর্বিত করেছে, উজ্জ্বল করেছে বাংলার মুখ।এগিয়েছে বাংলা এগিয়েছে বাংলার মেয়েরা!! আজ কন্যাশ্রীদিবসের দিনে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে হবে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় সেখানে কন্যাশ্রী মেয়েরা পড়বে!!তিনি আরো বলেন মেয়েদের চাকরী পাওয়ার জন্যে আরো প্রশিক্ষণ দরকার!! এর জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়েছি!! আজ থেকে বাংলার প্রতিটা মেয়ে পাবে কন্যাশ্রীভাতা,তিনি বলেন এর জন্য সরকার দুশোকোটি টাকা খরচ করবে!!এছাড়া মেয়েরা নিজের পায়ে দারালে সেই খরচ স্বার্থক হবে!! এছাড়া এই দিন মুখ্যমন্ত্রী আরো সংযোজন করেন ” কন্যাশ্রী আমাদের গর্ব”।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট