তিন ছাত্রীকে স্কুলে সামনে থেকে অপহরণের চেষ্টায় উত্তেজনা ছড়াল


মঙ্গলবার,১৪/০৮/২০১৮
588

সুমন করাতি---

আজ ঘটনাটি ঘটেছে হুগলি কানাগড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে। অভিযোগ, ওই ছাত্রীরা স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। সেসময় রাস্তা থেকে ভয় দেখিয়ে তাদের মুখ চেপে মারুতি ভ্যানে তুলে নিয়ে যায় চার দুষ্কৃতী। তবে দিল্লি রোডে পুলিশের ভয়ে তিনজনকে ছেড়ে দিয়ে চম্পট দেয় তারা। পরে এক ছাত্রীর পরিবারের লোকজন ব্যান্ডেল থানায় অভিযোগ দায়ের করে বলে জানা গেছে।কানাগড় ও লোহারপাড়ার বাসিন্দা ওই তিন ছাত্রী জানিয়েছে, স্কুল ছুটির পর তারা বাড়ি ফিরছিল। হঠাৎ ফাঁকা রাস্তায় একটি মারুতি গাড়ি এসে থামে। তারপর তিনজনের মুখ চেপে গাড়িতে তুলে কানাগড় থেকে দিল্লি রোডের দিকে পালায় দুষ্কৃতীরা।

ছাত্রীরা চিৎকার করলে খুন করার ভয় দেখানো হয়। দুষ্কৃতীদের প্রত্যেকের মুখে রুমাল বাঁধা ছিল। গাড়িটি দিল্লি রোডে পৌঁছালে পুলিশ গাটিড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করে। তখন দুষ্কৃতীরা জানায়, স্কুল ছুটির পর তারা ছাত্রীদের বাড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু, কিছুটা দূরে পুলিশের আরও চেকিং দেখে ওই তিন ছাত্রীকে তারা নামিয়ে চম্পট দেয়। পরে সেখানে থাকা একছাত্রীর আত্মীয়ের মাধ্যমে ফোনে খবর দেওয়া হয় ছাত্রীদের বাড়িতে। তারপর বাড়ির লোকেরা গিয়ে ওই ছাত্রীদের ফিরিয়ে আনে।হুগলির লোহারপাড়ার বাসিন্দা এক ছাত্রীর মা বলেন, “মেয়েকে রোজই স্কুলে দিয়ে যাই ও নিয়ে আসি। কিন্তু, ও ক্লাস ফোরে পড়ছে। পরের বছর অন্য স্কুলে যাবে।তাই মেয়েকে এবার একা ছাড়তে হবে ভেবে ছেড়েছিলাম, তখনই এই ঘটনা ঘটল।”

https://youtu.be/jlHUJilF8dc

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট