হাওড়ায় অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের পরীক্ষা শিবির


মঙ্গলবার,১৪/০৮/২০১৮
436

আক্তারুল খাঁন---

হাওড়া: হাওড়া জেলার উলুবেড়িয়া থানার কাটিলায় আশা ভবন সেন্টারে অসহায় দুঃস্থ প্রতিবন্ধীতা জনদের কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রদানের পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উদ‍্যোগে আইওসিএল ও অ‍্যালিমকোর সহযোগিতায়। এই শনাক্ত করণ শিবিরে বিবেচিত বর্গ দের ট্রাই সাইকেল,হুইল চেয়ার ডিজিটার শ্রবণ যন্ত্র , স্মার্ট ক‍্যান,এম এস আই ই ডি কিট , বিভিন্ন ধরনের ক‍্যাচ ও কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ বিতরণ করা হবে । এই শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জন অংশগ্রহণ করে উৎসাহিত করেন। প্রলয় বিশ্বাস ও চন্দন ঘোষ শিবির পরিচালনা করেন। হাওড়া জেলার বিভিন্ন এলাকার মানুষ এই শিবিরে যোগ দেন। আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরী বাড়ুই জানান যে পরীক্ষা শিবিরে কয়েক শতাধিক জনকে সহায়ক সরঞ্জাম দেওয়া হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট