প্রথম টেস্ট এর ভরাডুবির পর ভারতীয় দল ফের ধাক্কা খেলো বিদেশের মাটিতে। দুশ্চিন্তার মেঘ জন্মালো বিরাট আকাশে। এই টেস্টে বিরাট কোহলি কোমড়ে চোট পেয়েছেন!বিরাট কোহলি জানান চোটটা আসলে পিঠের নীচের অংশে। মাঝেমধ্যে তা ঘুরে ফিরে আসছে,যা নিয়ে চিন্তিত ভারতীয় দল।তবে তিনি জানান খুব তাড়াতাড়ি তিনি ফিট হয়ে যাবেন!! বেশি সংখ্যক ম্যাচ খেলার জন্য এই সমস্যা হচ্ছে বলে তার অনুমান। বিদেশের ইংল্যান্ড সফর এই মরসুমে ভালো যাচ্ছে না ভারতীয় দলের।তার মধ্যে অধিনায়ক এর চোট খানিকটা চাপে রাখবে ভারতীয় দলকে।অধিনায়ক এর এই চোটের খবর অন্যদিকে ম্যাচে ভরাডুবি জর্জরিত জাতীয় দল। ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তিত ছিল ভারতীয় দল তার মধ্যে এমন খবর যা ব্যাকফুটে ঠেলে দিল টিম ইন্ডিয়াকে!!
চোট পেলেন বিরাট কোহলি
সোমবার,১৩/০৮/২০১৮
827
বাংলা এক্সপ্রেস---