আগামী কাল কন্যাশ্রী দিবস জেলা জুড়ে প্রস্তুতি


সোমবার,১৩/০৮/২০১৮
806

আক্তরুল খাঁন---

হাওড়া: হাওড়া জেলা জুড়ে কন‍্যাশ্রী দিবসের অনুষ্ঠান ঘিরে উন্মাদনা  এখন তুঙ্গে। হাওড়া জেলার শরৎ সদনে ও ১৪ টি ব্লক ও মিউনিসিপ্যাল, কর্পোরেশনে সড়াম্বরে নানান ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কন‍্যাশ্রী উদযাপন করা হবে বলে সূত্রে জানা গেছে। এই কন‍্যাশ্রী প্রকল্পের ১ নং বেনিফিসারি ছাত্রী বছরে ৭৫০ টাকা ও কন‍্যাশ্রী ২ নং বেনিফিসির ছাত্রী এককালীন অনুদান হিসেবে ২৫ হাজার টাকা পাচ্ছেন। অষ্টম শ্রেণীথেকে ১৩ বছর বয়সে,১৮ বছর বয়স পর্যন্ত এবছরে৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ এক হাজার টাকা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে কন‍্যাশ্রী ২ নং বিদ্যালয়ে পঠন পাঠন করা চালু অবস্থায় ১৮ বছর পূর্ণ হলে তবেই এককালীন ২৫ হাজার টাকা পাওয়া যাবে বলে জানা গেছে।

আগামী কালের মনোরঞ্জন কর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। সচেতনতা বৃদ্ধি লক্ষে আলোচনা সভা, প্রদর্শন সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রস্তুতি চলছে জোরকদমে হাওড়া জেলা বিভিন্ন স্থানে। এই স্মরনীয় অনুষ্ঠান ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। হাওড়া জেলার চিত্র একনজরে সেখানে কন‍্যাশ্রী এক ও দুই প্রকল্পে ১৪ টি ব্লক ও মিউনিসিপ্যাল কর্পোরেশন মিলে মিশে একাকার হয়েগেছে এই প্রকল্পে কাজ করতে গিয়ে।২০১৭_১৮ সালে এ প্রর্যন্ত আমতা ২ ব্লক কন্যাশ্রী এক ও দুই প্রকল্পে ৬৬২৭ ও ৭২০ জন ছাত্রী অনুদান হিসেবে টাকা পাবেন। উলুবেড়িয়া মিউনিসিপ্যাল এ এরূপ এক ও দুই প্রকল্পে ৫৮৭৩ ও ১২৭৩ অনুমোদন পাওয়া গেছে বলে জানা গেছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে এক ও দুই প্রকল্পে ১১৯৫১ ও ১৯০৩ জন ছাত্রী অনুদান হিসেবে টাকা পাবেন তাদের নিজ ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট