পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের স্বামী M.A.V Raju কে আজ মেদিনীপুর আদালতে পঞ্চম অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে তোলা হয়। আজ দুপুরে তাঁকে আদালতে হাজির করানো হয়।
এদিন আদালত চত্ত্বরে সাংবাদিকরা, ভারতী ঘোষ এই মামলাকে রাজ্য সরকারের ষড়যন্ত্র বলেছে, বলে জানালে অভিযুক্ত রাজু, ভারতী ঘোষের কথা কে সমর্থন করে “সারা বিশ্ব জানে” বলে মন্তব্য করেন। উল্লেখ্য, গত কয়েক দিন আগেই তাঁকে CID গ্রেফতার করেছিল এবং পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল। আজ রিমান্ড শেষে তাঁকে মেদিনীপুর আদালতের পঞ্চম অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে হাজির করানো হয়।