ভাঙড়: ১১ আগস্ট বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহের বাংলা সফরের দিনে রাজ্য তৃণমুল ধিক্কার দিবস পালন করলো।শনিবার ভাঙড়ের ভোজেরহাটে ধিক্কার মিছিলে পা মেলান ভাঙড় ২ ব্লক তৃণমুলের সভাপতি অহিদুল ইসলাম,ভোগালি ২ অঞ্চল তৃণমুলের সভাপতি মোদাচ্ছের হোসেন,পোলেরহাট ২ জিপির প্রধান হাকিমুল ইসলাম প্রমুখ। হাজার হাজার মানুষের অংশগ্রহণে বাসন্তি হাইওয়ে রাজ্য সড়ক অবরূদ্ধ হয়ে পড়ে। এই ধিক্কার মিছিলের ডাক দিয়েছিল ভাঙড় ২ ব্লক তৃণমুল কংগ্রেস কমিটি। ধিক্কার মিছিল থেকে নাগরিক পঞ্জি থেকে বাঙালিদের নাম বাদ দেওয়া নিয়ে বিজেপিকে আক্রমণ করেন তৃণমুলের নেতারা।
তৃণমুলের ধিক্কার মিছিল ভাঙড়ে
সোমবার,১৩/০৮/২০১৮
608
সাদ্দাম হোসেন মিদ্দে---