দুই বাইক আরোহীর সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ ,সংঘর্ষে মৃত্যু বাইক চালকের


সোমবার,১৩/০৮/২০১৮
594

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম:– দুই বাইক আরোহীর সঙ্গে অপরদিক থেকে আসা ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষে মৃত্যু এক বাইক আরোহীর অপর ব্যাক্তি আশঙ্কা জনক অবস্হায় ভর্তি। সংঘর্ষের দুই বাইক আরোহীকেই স্থানীয় মানুষ জন ও ঝাড়গ্রাম থানার পুলিশ উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসে । হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক বাইক চালক সমীর মাহাত কে মৃত বলে ঘোষনা করে আরেক জনের অবস্হা আশঙ্কা জনক। পুলিশ সূত্রে জানা যায় ওই দুই বাইক আরোহী জামবনির থানার রাঙ্গামেটিয়া গ্রামের বাসিন্দা ।

দুই যুবকের নাম সমীর মাহাত ২২ নরেশ মাহাত ২১ । ঘটনাটি ঝাড়গ্রাম শহরে রঘুনাথপুর এলাকায় রঘুনাথপুর পোস্ট অফিসের ঘটনা । পুলিশ সূত্রে জানাযায় সমীর মাহাত বাইক চালচ্ছিলো ও পিছনে বসেছিলো নরেশ মাহাত । দুজনেই মদ্যপ অবস্থায় ছিল । পুলিশ সূত্রে এও জানাযায় বাইকের পিছনে বসে থাকা নরেশ মাহাতের পেটের কাছে মদের বোতল গোঁজা ছিলো যা ডাম্পারের সঙ্গে সংঘর্ষে ভেঙে পেটে ঢুকে যায় ।নরেশের অবস্হা আশঙ্কা জনক তার চিকিৎসা চলছে lঘটনার পর ডাম্পারের চালক পলাতক ,ঝাড়গ্রাম থানার পুলিশ ডাম্পারটিকে আটক করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট