সবুজ মেরুন শিবিরে নতুন চমক; উচ্ছসিত মোহনবাগান সমর্থক


রবিবার,১২/০৮/২০১৮
961

বাংলা এক্সপ্রেস---

জাপানের মিড ফিল্ডার ইউটা কিনিয়াকিকে কলকাতা ফুটবল লিগে খেলতে দেখা যাবে। এই খবরের জেরে উচ্ছসিত মোহনবাগান সমর্থকরা। আই লিগের জন্য কিনিয়াকিকে ভাবা হয়েছিল। বোবান বাতিল হওয়ায় জাপানি মিডফিল্ডার কিনিয়াকিকে নিচ্ছে মোহনবাগান!!  সব দিক থেকে বিচার করে এই সিদ্ধান্ত নিল মোহনবাগান। মাঝামাঠে ভালো খেলেন এই তারকা ফুটবলার। এছাড়া নতুন তারকা ফুটবলার কে পেয়ে উচ্ছসিত মোহনবাগান দল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট