শহীদ ক্ষুদিরাম বসুর অাত্মবলিদান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হল কেশপুরের মোহবনীতে


শনিবার,১১/০৮/২০১৮
530

বাংলা এক্সপ্রেস---

মেদিনীপুরের ভূমিপুত্র বীর শহীদ ক্ষুদিরাম বসুর ১১১ তম আত্মবলিদান দিবস আজ জেলার সর্বত্রই যথা যোগ্য মর্যাদায় পালিত হল। জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ক্ষুদিরামের জন্মভিটা কেশপুরের মোহবনী গ্রামে। শহীদ ক্ষুদিরাম বসুর জন্মশতবর্ষ উদযাপন সমিতির উদ্যোগে মোহবনীতে পালিত হল আত্মবলিদান দিবস। বীর শহীদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক পি মোহন গান্ধী, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, বিধায়িকা শিউলি সাহা, জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি সহ আন্যান্য অতিথি বৃন্দরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সকলে স্বাধীনতা আন্দোলনে শহীদ ক্ষুদিরামের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের জন্য জীবন বলিদান দিয়েছেন কম বয়সে। শহীদ ক্ষুদিরামের দেশের জন্য অাত্মত্যাগের ইতিহাসকেও তুলে ধরেন অতিথিরা। এছাড়াও মেদিনীপুরের হবিবপুরে ক্ষুদিরামের মাসির বাড়িতেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিনে দিনটি পালিত হয়। মেদিনীপুর কলেজিয়েট স্কুলেও শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মালা দেওয়া হয়। কারণ এই স্কুলে তৎকালীন সময়ে পড়াশোনা করেছিলেন শহীদ ক্ষুদিরাম। সব মিলিয়ে জেলা জুড়ে আজ বীর শহীদ ক্ষুদিরামকে শ্রদ্ধা জানান পশ্চিম মেদিনীপুর জেলা সহ গোটা রাজ্য তথা দেশবাসী

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট