পশ্চিম মেদিনীপুর: জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত হল দুই টেলিকম কর্মী।খড়্গপুর উড়িষ্যা জাতীয় সড়কে খড়্গপুর থেকে উড়িষ্যার দিকে যাওয়ার সময় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টেলিকম কর্মী বোঝাই একটি টাটা সুমো গাড়ি।শনিবার বিকালে পথদুর্ঘটনায় আহত হয় দুই কর্মী।গুরুতর অবস্থায় আহত হয় পিংলার বাসিন্দা কৃষ্ণেন্দু বেরা নামে এক টেলিকম কর্মী।পুলিশের গাড়িতে দুজনকে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।অপর এক আহত টেলিকম কর্মী রবীন্দ্র মুর্মুর দাবি-“নির্দিষ্ট গতিবেগে চলছিল আমাদের গাড়ি কিন্তু একটি সাইকেল আরোহীর খামখেয়ালিপনার দরুন তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এই দুর্ঘটনায় আমাদের দুজন টেলিকম কর্মী আহত হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।”
পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত হল দুই টেলিকম কর্মী
শনিবার,১১/০৮/২০১৮
794
বাংলা এক্সপ্রেস---