সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও কালা দিবস পালন


শনিবার,১১/০৮/২০১৮
758

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- আজ রাজ্য তৃণমূলের পক্ষ থেকে রাজ‍্য জুড়ে কালাদিবস এর ডাক দেওয়া হয় প্রতিটি জায়গায় । তার‌ই অঙ্গ হিসেবে মেদিনীপুর শহর তৃনমূলের উদ্যোগ একটি প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। মিছিলটি শহরের কেরানীতলা থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে ক্ষুদিরামের মূর্তীর সামনে শেষ হয়। এই বিক্ষোভ কর্মসূচির পাশপাশি আজ রাজ্য জুড়ে কালা দিবসের ডাক দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। বিক্ষোভ শেষে একটি পথসভার আয়োজন করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, টোটন সাসপীল্লী, মৌ রায়, শারিফ মোল্লা, অজিত মাইতি, রমা প্রসাদ গিরি ,সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট