অবৈধ সম্পর্কের জেরে খুনের অভিযোগ


শনিবার,১১/০৮/২০১৮
641

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ- মৃত গৃহবধূর নাম কবিতা দাস(২৬)। সূত্রের খবর মৃত ওই গৃহবধূর স্বামী অ্যাম্বুলেন্স চালক ছোটন দাসের বৌদি চম্পা দাসের অবৈধ সম্পর্ক ছিল। কয়েকমাস আগে বিষয়টি জানার পরেই স্ত্রী কবিতা দাস প্রতিবাদ করে।  গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধুন্ধুমার কান্ড মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ চত্ত্বর এলাকায়। এই নিয়ে তাদের দুজনের মধ্যে অশান্তি চরমে ওঠে। শুক্রবার রাতে বৌদি চম্পা দাসের সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে ঝগড়া শুরু হয়। অভিযোগ স্বামী ছোটন দাস ওই গৃহবধূকে ব্যাপক মারধোর এবং শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। গভীর রাত্রে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অভিযুক্ত স্বামী পলাতক বলে জানা গিয়েছে। যদিও পুলিসের কাছে কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট