পশ্চিম মেদিনীপুর:- চন্দ্রকোনার লক্ষীপুর গ্রামে তৃণমূল পার্টি অফিসে গতকাল রাতে অতর্কিতে বিজেপির কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। অাহত হন ৬ জন তৃণমূলের বুথের কর্মী। অাশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি কালিপদ চৌধুরী। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে চন্দ্রকোনা ১ ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বুথের তৃণমূলের পার্টি অফিসে ৫ থেকে ৬ জন কর্মী বসেছিল। সেই সময় বিজেপি কর্মীরা হামলা চালায়। তৃণমূল কর্মী কালিপদ চৌধুরীকে সহ ৫ জনকে বাঁশ ও টাঙি দিয়ে অাঘাত করে।
গুরুতর মাথায় অাঘাত নিয়ে ভর্তি হন ক্ষীরপাই হাসপাতালে। মাথায় ৬ টি সেলাই হয়, ক্ষীরপাই স্বাস্থ্য কেন্দ্রে অবস্থা খারাপ হওয়াই স্থানান্তর করে অাশঙ্কাজনক তৃণমূল কর্মী কালিপদ চৌধুরীকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও বাঁশ লাঠির অাঘাতে আহত হন শ্যামাপদ চৌধুরী, অশোক চৌধুরী, বিদেশ চৌধুরী,অরূপ চৌধুরী, তির্থপতি ঘোষ । তৃণমূলের অভিযোগ, বিজেপির কর্মীরা গতকাল তারা ঐ বুথে পার্টি অফিসে পতাকা তুলে এবং বুথ কমিটি গঠন করে। কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শা এর সভায় লোক যেতে না চাওয়াই বোম ফাটিয়ে তারপরই তারা হামলা করে তৃণমূল পার্টি অফিসে। বাঁশ লাঠি ও টাঙি দিয়ে তৃণমূল কর্মীদের অাঘাত করে।
সুভাষ চৌধুরী (বিজেপির বুথ সভাপতি), বিদুৎ চৌধুরী, তপন চৌধুরী, সুমন চৌধুরী, সুদীপ চৌধুরী সহ ৪ থেকে ৫ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে হামলা করার অভিযোগ উঠেছে। জেলা সভাপতি অজিত মাইতি জানান, বিজেপি হতাশাগ্রস্থ হয়ে রাতের অন্ধকারে এইসব ঘটনা ঘটাছে, তৃণমূল যদি একদিন ঘুরে দাড়াই এলাকায় বিজেপি থাকবেনা। এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। তারা জানিয়েছেন এর সাথে তাঁদের কোন সম্পর্ক নেই। চন্দ্রকোনা থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। গতকাল রাতেই দুজনকে অাটক করেছে পুলিশ।
Boldfit Shoe Bag for Travel & Storage Travel Organizer for Women & Men Travel Accessories Shoe Organizer Shoe Bags Pouches Travel Shoe Cover for Travelling Travel Essentials
₹199.00 (as of বৃহস্পতিবার,১৩/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)boAt Bassheads 100 in Ear Wired Earphones with Mic(Black)
₹299.00 (as of বৃহস্পতিবার,১৩/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)(Refurbished) Dell Latitude 5490 Business 7th Gen Laptop PC (Intel Core i5-7300U, 8GB Ram, 256GB SSD, Camera, WiFi, Bluetooth) Win 10 Pro
Now retrieving the price.
(as of বৃহস্পতিবার,১৩/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)