শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল কান্দি মহকুমা হাসপাতাল


শনিবার,১১/০৮/২০১৮
519

বাংলা এক্সপ্রেস---

কান্দি : চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত শিশুর বাবা। শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল কান্দি মহকুমা হাসপাতাল। অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা গুরুত্ব না দেওয়ার কারনেই মৃত্যু হয়েছে বছর দেড়েকের ওই শিশুটির। মৃত শিশুর নাম পম্পি বায়েন। কান্দি মহকুমা হাসপাতালের সুপার মহেন্দ্র মাড্ডি বলেন, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

বড়ঞা ব্লকের কোমড্ডার বাসিন্দা বাবা চিরঞ্জিত বায়েন তার মেয়ে পম্পি বায়েনকে এদিন সকালে জ্বর অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পেশায় ক্ষেতমজুর চিরঞ্জিত বায়েনের অভিযোগ, ভর্তি করার পর অক্সিজেন দিয়ে ফেলে রাখা হয়। ঘটনার জেরে মৃতের পরিবার ও আত্মীয় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে চড়াও হয়। হাসপাতালের কর্মীরাই তাদের ভাঙচুরে বাধা দেয়। যে চিকিৎসকের দেখার কথা তিনি আসতে দেরি করেন। মৃত শিশুর বাবা জানা যে আমি ইঞ্জেকশান আনতে যেতেই মৃত্যু হয় মেয়ের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট