কারখানায় প্রতিদিন উৎপাদন এর দাবীতে আজ প্রতীকী অনশনে নামলেন কল্যাণী ব্রিয়ারিজ এর INTTUC অনুমোদিত শ্রমিক কর্মচারী সংগঠন। শ্রমিক দের অভিযোগ কারখানার মালিক উৎপাদন অনিয়মিত করছেন ফলে কর্মীরা কাজ হারানোর আশঙ্কা করছেন। ক্যাজুয়াল কর্মীরা ঠিক মতো কাজ পাচ্ছেন না। ২০১৬ সাল থেকেই অনিয়মিত হচ্ছে উৎপাদন। প্রচুর চাহিদা থাকলেও উৎপাদন করতে চাইছেন না মালিক পক্ষ বলে অভিযোগ কর্মীদের । সেই কারণেই বিভিন্ন দাবী দাওয়ার ভিত্তিতে আজ এই বিয়ার কারখানার শ্রমিক রা আজ প্রতীকী অনশন এ নামলেন। অবিলম্বে সঠিক ভাবে উৎপাদন না হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান তারা।
প্রতীকী অনশনে নামলেন কল্যাণী ব্রিয়ারিজ এর INTTUC অনুমোদিত শ্রমিক কর্মচারী সংগঠন
শনিবার,১১/০৮/২০১৮
644
বাংলা এক্সপ্রেস---