সুত্র ধরেই শুক্রবার বাসন্তীর মাতলা নদী সংলগ্ন ভাঙনখালি এলাকা সহ অন্যান্য জায়গায় দিনভোর চলে ব্যাপক পুলিশি তল্লাশি।অবশেষে শনিবার ভোরে বাসন্তীর ভাঙনখালি এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে একটি দোকানের পাশ থেকে তিনটি ব্যাগে প্রায় ৫০ টি বোমা উদ্ধার করে পুলিশ। গত বৃহষ্পতি বার রাতে গোপনসুত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশের ষ্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষিকান্ত বিশ্বাসের নেতৃত্বে এবং ক্যানিং থানা পুলিশের একটি বিশেষ টিম ক্যানিং মাতলা ব্রীজ সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি চালিয়ে একটি মারুতি ভ্যান থেকে অস্ত্র ১২টি ওয়ান শটার বন্দুক,৯রাউন্ড কার্তুজ,৪টি মোবাইল সহ তিনজন অস্ত্রব্যবসায়ী কে গ্রেফতার করে। ধৃত অস্ত্রব্যবসায়ীরা পুলিশি জেরায় জানিয়েছে যে তারা বাসন্তীর ভাঙন খালিতে অস্ত্রগুলি বিক্তি করতে যাচ্ছিল। বোমা উদ্ধার,এলাকায় ব্যাপক পুলিশি অভিযান,স্থানীয় এলাকার ও বাইরের দুষ্কৃতিতের আনাগোনা এবং তান্ডবের জেরে আতঙ্কিত এলাকার মানুষজন।
প্রচুর বোমা উদ্ধার বাসন্তীতে
শনিবার,১১/০৮/২০১৮
502
বাংলা এক্সপ্রেস---