বন্ধুর চিকিত্সার সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন সানি লিওন


শনিবার,১১/০৮/২০১৮
500

বাংলা এক্সপ্রেস---

সম্প্রতি ইন্সটাগ্রামে নিজের বন্ধু প্রভাকরের কথা শেয়ার করলেন অভিনেত্রী সানি লিয়নে। ব্যস্ততম এই বলিউড ব্যক্তিত্ব যখন ব্যস্ত থাকেন নিজের ছবির কাজে তখন তার পুরো পরিবারের খেয়াল রাখেন এই ব্যক্তি। এমনকি সানির এবং ড্যানিয়েলের দত্তক সন্তান দের দেখাশোনার দায়িত্ব সামলান জনৈক ওই ব্যক্তি। সম্প্রতি গুরুতর ভাবে শারীরিক অসুস্থতার সাথে হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি, এইবার তার পাশে দাড়ালেন এই অভিনেত্রী।পরিবারের একমাত্র উপার্জন কারী প্রভাকর সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শারীরিক অসুস্থতার সাথে, সেই হাসপাতাল তাকে কিডনি খুলে ফেলার পরামর্শ দেন, বিষয়টি অভিনেত্রী জানতে পেলে তিনি এবং তার স্বামী প্রভাকর কে সেই হাসপাতাল থেকে বের করে অন্য একটি হাসপাতালে ভর্তি করান। প্রসঙ্গত, যে হাসপাতালে প্রথমে চিকিৎসাধীন ছিলেন প্রভাকর, তাদের বিরুদ্ধে সঠিক চিকিৎসা না করার অভিযোগ তুলেছেন সানি।

নতুন হাসপাতালে চিকিৎসা শুরু হওয়ার পর জানা যায় মাত্র ২০%কাজ করছে তার কিডনি।বেঁচে থাকতে হলে কিডনি বদল করতে হবে এই ব্যক্তি কে। বিষয়টি জানার পর নিজের ইন্সটাগ্রাম এক্যাউন্টে একটি ডোনেশন পেজ খুলেছেন এই অভিনেত্রী।সেইখানে প্রভাকরের চিকিৎসার জন্য মানুষ দের পাশে থাকার আহ্বান জানান তিনি। প্রভাকর যাতে তার স্বাভাবিক জীবনে ফের ফিরে আসতে পারে তার জন্য প্রানপন চেষ্টা চালাচ্ছেন সানি। এই মূহুর্তে কিডনি ট্রান্সপ্লান্ট এবং ওষুধের খরচ মিলিয়ে বেশ মোটা অংকের খরচের দরকার এই ব্যক্তির এই পোস্টের মাধ্যমে তার পুরো বিবরন দিয়ে মানুষের সাহায্য চেয়েছেন সানি লিয়নে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট