বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র সহ দুই জনকে গ্রেপ্তার করে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিস


শুক্রবার,১০/০৮/২০১৮
736

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ শুক্রবার সকালে বহরমপুর জেলা পুলিস সুপারের অফিসে মুর্শিদাবাদ জেলা পুলিস সুপার মুকেশ কুমার এক সাংবাদিক সম্মেলনে জানান যে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে দুইজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা লাইলনের ব্যাগ থেকে ৭টি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, ৩টি ওয়ান সাটার ০.৩০৩, ১০রাউন্ড গুলি ৭.৬৫ এমএম, এবং ১৪টি ম্যাগাজিন ৭.৬৫ এমএম উদ্ধার করে তাদেরকে গ্রেপ্তার করে সামসেরগঞ্জ থানার পুলিস। বেআইনি অস্ত্র ব্যাবসায়ীরা এদেরকে অস্ত্র সরবরাহ হিসাবে ব্যাবহার করত। সামসেরগঞ্জের এক অস্ত্রকারবারি অস্ত্রগুলি কিনেছিল এবং ধৃত দুই ব্যাক্তিকে অস্ত্রগুলি পাচার করার জন্য সামসেরগঞ্জ থানার মহ্যমপুর গ্রামে ওই অস্ত্র কারবারিকে হাত বদল করার জন্য এসেছিল। ধৃত দুই অস্ত্র সরবরাহকারীর নাম আলেমুল হক(২৮) এবং ওয়াহিদ মোমিন(৩০) বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ধৃত দুইজনের বাড়ি মালদার কালিকাপুর এবং কালিয়াচকে বলে জানা গিয়েছে। জেলা পুলিস সুপার আরও বলেন, চলতি বছরে এখন পর্যন্ত ১৮৭টি অগ্নেয়াস্ত্র , ৪৩৪ রাউন্ড গুলি এবং ২২৫ জনকে পুলিস গ্রেফতার করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট