রাজ্যের কৃষকদের উৎসাহিত করতে মাঠে চাষ করতে নামলেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস


বৃহস্পতিবার,০৯/০৮/২০১৮
805

বাংলা এক্সপ্রেস---

নদিয়া: রাজ্যের কৃষি ও কৃষকদের অত্যাধুনিক কৃষিকাজে উৎসাহিত করতে হাটু পর্যন্ত কাঁদায় চাষের জমিতে ধান রোপন করতে নামলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ১৯২৮ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে হাল চালনা করেছিলেন আর সেই কথা অনুসরণ করে বৃহস্পতিবার নদিয়ার ধুবুলিয়া ২ নম্বর ব্লকে নিজেই অত্যাধুনিক ধান বপন যন্ত্র প্যাডি ট্রান্সপ্লান্টার মেশিন নিয়ে হাটু পর্যন্ত কাঁদা জলে নেমে কৃষকদের উৎসাহিত করলেন রাজ্যের কারামন্ত্রী তথা এলাকার বিধায়ক উজ্জ্বল বিশ্বাস।কৃষিকাজে শ্রমিক সঙ্কট কাটাতে এবং অত্যাধুনিক প্রযুক্তিতে চাষিদের হাতে কলমে প্যাডি ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্যে ধানগাছ বপন সেখানো হলো চাষিদের।এদিন এই অত্যাধুনিক মেশিনের গুরুত্ব ও গুনাগুন সম্পর্কে ধুবুলিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে এক অনুষ্ঠানের ও আয়োজন করা হয় ।সেখানে কম শ্রমিক নিয়ে কি ভাবে অল্প সময়ের মধ্যে ধানগাছ বপন করা হয় তার কর্মশালা অনুষ্ঠিত হয়। অল্প সময়ে উন্নত প্রযুক্তিতে চাষিরা যাতে লাভবান হতে পারে তাই এমন উদ্যোগ বলে জানান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। অত্যাধুনিক চাষ এবং নিয়েও সাধারণ চাষিদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।শ্রমিক সংকট কাটাতে প্যাডি ট্রান্সপ্লান্টার মেশিন যে চাষিদের ধান চাষে সহায়তা করবে সেটিও জানান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট