চোপড়া: চার বন্ধু মিলে মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মারা গেল চোপড়া উচ্চতর বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র পার্থ অধিকারী ।তার বাড়ি সোনাপুর অঞ্চলের গুজ্ঞুরিয়া গছ গ্রামে ।স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ওই ছাত্র সহ ৪জন মিলে সোনাপুর মহানন্দা নদীতে স্নান করতে যায় ।সম্ভব সাঁতার না জানায় পা ফসকে ওই ছাত্র গভীর জলে তলিয়ে যায় ।এরপর বাড়িতে খবর দিলে পাড়ার লোকজন গিয়ে দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় ওই ছাত্রের দেহ উদ্ধার হয় ।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া ।
মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল অষ্টম শ্রেণীর ছাত্র
বৃহস্পতিবার,০৯/০৮/২০১৮
676
বাংলা এক্সপ্রেস---