প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর অতিথি নিবাসের সামনে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের


বৃহস্পতিবার,০৯/০৮/২০১৮
1043

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম:- প্রধান শিক্ষকের শাস্তি চেয়ে রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লকেসের সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে গড়বেতা -৩ ব্লকের পন্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যালয়েরর পড়ুয়ারা। উল্লেখ্য এই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামেই রয়েছেন। অবস্থান বিক্ষোভ স্থলের থেকে ৪০ মিটার দূরেই। এই ঘটনায় অসস্তিতে প্রশাসন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধান শিক্ষক প্রায়ই ছাত্রীদের মারধর করে।মোট ৫০ ছাত্রছাত্রী এই অবস্হান বিক্ষোভ করছে । ছাত্র ও ছাত্রীদের বক্তব্য যে প্রধান শিক্ষক বিনোদ বিহারী মন্ডল অহেতুক যখন তখন অকারনে মারধর করে ।বলতে গেলে মারের মাত্রা বেড়ে যায় ।এই স্কুলটি তপশিলী জাতি ভুক্ত স্কুল ।এই স্কুলে মোট পড়ুয়া ৪৫০ জন ।জেলা প্রশাসনের আশ্বাসে বিক্ষুদ্ধ পড়ুয়ারা তাদের বিক্ষোভ তুলে নেন প্রায় ঘন্টা দেড়েক পরে।

এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট