জলে ডুবে মৃত্যু শিশুর


বৃহস্পতিবার,০৯/০৮/২০১৮
562

বাংলা এক্সপ্রেস ---

জলে ডুবে মৃত্যু  হল এক চার বছরের শিশুর। ঘটনাটি হাওড়া লিলুয়া ভট্টনগরের।  ঘটনা সূত্রে  জানা যায়  মৃত নিকু সিংহ  সন্ধ্যে ছটা নাগাদ ঘরের সামনে খেলছিল। খেলতে খলতে সকলের অগচড়ে বাড়ির সামনে থাকা একটি পুকুরের মধ্যে সে পড়ে  যায়।

একটি নির্দিষ্ট সময়ের পর এই চার বছরের শিশুকে পুকুর থেকে উদ্ধার করে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ফলে স্বাভাবিক কারণে এই রকম একটি মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমেছে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট