দেশ জোড়া এটিএম কেলেঙ্কারির ছোঁয়া এবার বালিতে। বালির একটি এটিএম এ টাকা তুলতে গিয়েব টাকার টাকার বদলে ব্রাউন পেপার পেলেন এক বাসিন্দা। গতকাল রাতে তিনি ৬০০০ টাকা তোলার জন্য এটিএম এ কার্ড সোয়াইপ করলে টাকা বেরোতে তিনি দেখতে পারেন যে তিনটি ২০০০ টাকার নোট বের হয। কিন্তু সে তিনটে ২০০০ টাকার নোটের মধ্যে একটি নোট আকারে ব্রাউন পেপার। স্বাভাবিক ভাবেই তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান এবং আশে পাশে থাকা সমস্ত মানুষও ঘটনাটা দেখে অবাক হয়ে যায। সেই রাতেই তিনি থানায় যান। আজ যাচ্ছেন ব্যাংকে
https://www.youtube.com/watch?v=k14VZ5UUjDg