ফরাক্কাঃ- দাম্পত্য কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে ফরাক্কাথানার ২ নম্বর নিশিন্দ্রা কলোনিতে। মৃত ব্যক্তির নাম দীপক হালদার (৪০)। মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর ঝগড়া হয়। সোমবার তাদের ঝামেলা চরমে পৌছায়। এরপর স্ত্রী চায়না হালদার ফরাক্কা থানায় অভিযোগ করেন স্বামীর বিরুদ্ধে। তারপর স্ত্রী আর বাড়ী না এসে তার মাসীর বাড়ী দিল্লীতে কয়েক দিনের জন্য চলে যায়। আর স্ত্রী চলে যাওয়ার অবসাদেয় আত্মহত্যা করেন দীপক হালদার বলে অভিযোগ। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গীপুর মর্গে পাঠিয়েছে।
দাম্পত্য কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তিঃফরাক্কা
মঙ্গলবার,০৭/০৮/২০১৮
621
বাংলা এক্সপ্রেস ---