কদিন ধরে রাজ্য জুড়ে একের পর এক এটিএম জালিয়াতির খবর সামনে এসছে। নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। একাধিক জায়গায় ব্যঙ্ক কর্তৃপক্ষ ব্যক্তিগত উদ্যোগে নিয়েছে সচেতন কর্মসূচী। এবার আসরে নেমে পরেছে পুলিশ প্রশাসন। হাওড়া জেলায় পুলিশের কর্মসূচীর সাক্ষী বাংলা এক্সপ্রেস।
এদিন হাওড়া গ্রামীন জেলা পুলিশের আওতায় বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ গুলি্র সাথে মিটিং করার পর বিভিন্ন অসুরক্ষিত এটিএম গুলি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে জেলা পুলিশ। ব্যাঙ্ক গুলিকে জানানো হয় যে সাত দিনের মধ্যে যদি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না করা হয়, তাহলে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে। আজ হাওড়ার বাগনানে বিভিন্ন ব্যাঙ্ক এর এটিএম গুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এস ডি পিও উলুবেড়িয়া।
ফলে পুলিশ প্রশাসনের এমন নিরাপত্তার বিষয়ে বাড়তি তাগিদ প্রশংসার দাবী রাখে।