স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্কের সন্দেহে যুবককে আসিড স্বামীর


মঙ্গলবার,০৭/০৮/২০১৮
574

তনুশ্রী দেও---

প্রতিবেশী যুবকের সাথে স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্কের সন্দেহের জেরে যুবককে আসিড মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি হাওড়ার বাগনানের হাবালের।  অভিযুক্ত স্বামী সেখ আসাদুলকে গ্রেপ্তার করেছে বাগনান থানার পুলিশ। আসিড আক্রান্ত যুবক শেখ আতিয়ারের দাবি সন্দেহের বশেই তাকে আসিড ছুঁড়ে মারে শেখ আসাদুল।

পুলিশ সুত্রে খবর আসাদুল দীর্ঘদিন কর্মসূত্রে কুয়েত ছিল, বেশকিছু দিন আগে বাগনানে আসে, তখন আসাদুল জানতে পারে যে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে শেখ আতিয়ারের। গতকাল রাতে বাড়ি ফেরার পথে আতিয়ার কে লক্ষ্যকরে  আসিড ছোঁড়ে বলে স্থায়ীসূত্রে জানা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা ভর্তি করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে।

আসিড ছোঁড়ার অভিযোগে আজ সকালে অভিযুক্ত সেখ আসাদুলকে গ্রেপ্তার করে বাগনান থানার পুলিশ। যদি ও আসিড ছোঁড়ার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট